kalerkantho


শিক্ষার্থীদের মুক্তি চেয়ে ৩৭ শিক্ষকের বিবৃতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৭ আগস্ট, ২০১৮ ০৪:৪৬শিক্ষার্থীদের মুক্তি চেয়ে ৩৭ শিক্ষকের বিবৃতি

কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের ফলে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের ঈদের আগে মুক্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ৩৭ জন শিক্ষক। গতকাল বৃহস্পতিবার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এ সময়ের ছুটিকে ধরপাকড়ের সুযোগ হিসেবে নেওয়া হয়েছে। আমরা সন্তানতুল্য এসব শিক্ষার্থীর প্রতি আইনের সঠিক প্রয়োগ চাই এবং অন্ততপক্ষে ঈদের আগে জামিনে তাদের মুক্তি চাই। ছাত্রদের ওপর অমানবিক নিপীড়ন বন্ধে সরকার ও রাজনৈতিক নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, অধ্যাপক গীতি আরা নাসরীন, রোবায়েত ফেরদৌস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আইনুন নাহার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির আহমেদ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেলিম রেজা নিউটন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইদুল ইসলাম প্রমুখ।মন্তব্য