kalerkantho


গার্মেন্ট শ্রমিক টিইউসির সমাবেশ

‘বোনাস দূরের কথা অনেক শ্রমিকের বেতনই হয়নি’

নিজস্ব প্রতিবেদক   

১৭ আগস্ট, ২০১৮ ০২:৫০‘বোনাস দূরের কথা অনেক শ্রমিকের বেতনই হয়নি’

ছবি: কালের কণ্ঠ

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (গার্মেন্ট শ্রমিক টিইউসি) নেতারা অভিযোগ করেছেন, ঈদ বোনাস তো দূরের কথা, অর্ধেক কারখানায় এখনো জুলাই মাসের মজুরি পরিশোধ হয়নি। অবিলম্বে মূল মজুরির সমান ঈদ বোনাস ও আগস্ট মাসের অর্ধেক মজুরিসহ সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন তাঁরা। 

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ অভিযোগ তোলেন। সংগঠনের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমীনের সভাপতিত্বে সমাবেশ অন্যদের মধ্যে শ্রমিক নেতা জলি তালুকদার, এম এ শাহীন, সাদেকুর রহমান শামীম, কে এম মিন্টু, দুলাল সাহা, আজিজুল ইসলাম, আনিসুর রহমান রুবেল প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, ঈদের মাত্র পাঁচ দিন বাকি। অথচ গার্মেন্ট শিল্পের শ্রমিকদের বোনাস ও মজুরি পরিস্থিতি ভয়াবহ। অন্তত অর্ধেক কারখানায় এখনো জুলাই মাসের মজুরি পরিশোধ হয়নি। অথচ সরকারি ঘোষণা অনুযায়ী ১৬ আগস্ট শ্রমিকদের বোনাস পরিশোধের শেষ দিন ছিল।

নেতারা বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা বলে সরকার ও মালিকপক্ষ অব্যাহতভাবে প্রহসন মঞ্চস্থ করে চলেছে। আইনগতভাবে ছয় মাসের মধ্যে মজুরি বোর্ডের কার্যক্রম শেষ করার নির্দেশনা থাকলেও ইচ্ছাকৃত বিলম্ব করা হচ্ছে। এই কালক্ষেপণের সুযোগে কেউ কেউ গবেষণা প্রতিবেদনের নামে অগ্রহণযোগ্য ও মনগড়া মজুরি প্রস্তাব হাজির করছেন। ফলে শ্রমিকদের ১৬ হাজার টাকা মজুরির দাবির আন্দোলন সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।মন্তব্য