kalerkantho


বিএনপির সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুলাই, ২০১৮ ১৬:১০



বিএনপির সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে সরকারের অমানবিক আচরণের প্রতিবাদে বিএনপির পূর্বঘোষিত সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। 

বিএনপি অফিস ও নাইটিংগেল মোড়, ফকিরাপুল মোড়সহ এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৩টার কিছু পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

এ ব্যাপারে পন্টন থানার ওসি মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, সমাবেশকে কেন্দ্র করে পুলিশের বিশেষ টিম কাজ করছে। সাদা পোসাকেও পুলিশ রয়েছে। আশা করছি নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটবে না।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, বিএনপি বা তার অঙ্গ সংগঠন সমাবেশ ডেকেছে, তারা সমাবেশ করবে। সমাবেশের নামে কেউ বিশৃঙ্খলা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।



মন্তব্য