kalerkantho


সিএজি'র দায়িত্ব পেলেন অর্থ সচিব মুসলিম চৌধুরী

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুলাই, ২০১৮ ১৮:০৮সিএজি'র দায়িত্ব পেলেন অর্থ সচিব মুসলিম চৌধুরী

বাংলাদেশের কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। বর্তমানে অর্থ সচিবের দায়িত্ব পালন করছেন মুসলিম চৌধুরী। তিনি মাসুদ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আজ রবিবার সিএজি পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১২৭(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে মোহাম্মদ মুসলিম চৌধুরীকে নিয়োগ প্রদান করেছেন।

প্রধান বিচারপতির কাছে শপথ নেওয়ার পর সাংবিধানিক এই পদে দায়িত্ব পালন শুরু করবেন মুসলিম চৌধুরী।

২০১৭ সালের ৩ অক্টোবর অর্থ সচিবের দায়িত্ব দেওয়া হয় মুসলিম চৌধুরীকে। তার আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল মাসুদ আহমেদ সিএজির দায়িত্ব পান। গত ২৭ এপ্রিল তিনি অবসরে যান।মন্তব্য