kalerkantho


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুলাই, ২০১৮ ১৭:১৩সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত ও আরও তিন বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে দাম্মাম প্রদেশের সানাইয়া রোডে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ দূতাবাসের দাম্মাম অঞ্চলের কর্মকর্তা ফয়সল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা হলেন নরসিংদী জামালিয়া কান্দির আবুল কাসেমের ছেলে মোহাম্মদ রবি ও কুমিল্লা কালাই গোবিন্দপুরের জসিমউদ্দিন।

আহত তিনজন হলেন নরসিংদী জামালিয়া কান্দির আবুল কাশেমের ছেলে মোহাম্মদ হাবিবুর, নরসিংদী চমপক নগরের আলি আহম্মদ ও কুমিল্লা কালাই গোবিন্দপুরের জনি গাজী। আহতদের দাম্মামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।মন্তব্য