kalerkantho


এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০১৮ ০৫:০৯এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকদের নিয়ে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ইরাব) গঠিত হয়েছে। এতে ‘দৈনিক শিক্ষা’র সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে সভাপতি এবং দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজকে করা হয়েছে সাধারণ সম্পাদক।

গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকরা সর্বসম্মতভাবে এ কমিটি গঠন করেন।

১৭ সদস্যের এই কমিটিতে সহ-সভাপতি পদে মুসতাক আহমেদ (যুগান্তর) ও নিজামুল হক (ইত্তেফাক) এবং সাংগঠনিক সম্পাদক পদে অভিজিত্ ভট্টাচার্য (বাংলাদেশের খবর) মনোনীত হয়েছেন। কমিটির মেয়াদ এক বছর। নতুন কমিটি শিগগিরিই খসড়া গঠনতন্ত্র তৈরি করে সদস্যদের মতামত নিয়ে তা চূড়ান্ত করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য