kalerkantho


'বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে'

কালের কণ্ঠ অনলাইন   

২ জুলাই, ২০১৮ ১৫:৫২'বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে'

সরকারের সদিচ্ছা ছাড়া খালেদা জিয়া মুক্তি পাবে না বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, একজন অসুস্থ মহিলাকে (খালেদা জিয়া) জেলে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে। তার কোনো চিকিৎসা হচ্ছে না।

আজ সোমবার কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত করে আপিল বিভাগের আদেশের পর সুপ্রিম কোর্ট বার ভবনের সভাপতির কক্ষের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

খন্দকার মাহবুব হোসেন বলেন, আজ আপিল বিভাগের আদেশে প্রথমে দুই সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছিলেন। তারপর রাষ্ট্রপক্ষের আবেদনে আমাদের প্রতিবাদ সত্ত্বেও খালেদা জিয়ার জামিন চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন। এর অর্থ সরকার আগামী নির্বাচনের আগে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বের হতে দেবেন না।

তিনি আরো বলেন, সরকারের ইচ্ছা খালেদা জিয়াকে শুধু জেলেই রাখবে না, বিনা চিকিৎসায় তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিবে। এটাই মনে হয় সরকারের ইচ্ছা।

এ সময় উপস্থিত ছিলেন মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মাহবুব উদ্দিন খোকন, সালমা সুলতানা প্রমুখ।মন্তব্য