kalerkantho


দিনের তাপমাত্রা বাড়বে

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুন, ২০১৮ ০৯:০৪দিনের তাপমাত্রা বাড়বে

সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়া রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮০ শতাংশ।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে। মৌসুমী বায়ু সক্রিয় হলে দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশাল, ঢাকা, ফেনী, কুমিল্লা মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের ঝড়-হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

পরবর্তী ৭২ ঘণ্টায় অর্থাৎ আগামী ৩ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।মন্তব্য