kalerkantho


হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুন, ২০১৮ ১২:৫৫হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা

ঢাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ওমর ফারুক আজ জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে। তবে ঢাকায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহের জন্য আজ দুপুর পর্যন্ত ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। দুপুরের পর এই সতর্ক সংকেত নামিয়ে দেওয়া হবে। তবে নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

আজ দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮২ মিলিমিটার এবং নীলফামারীর ডিমলায় ৬২ মিরিমিটার।

তবে পরবর্তী ৭২ ঘণ্টায় অর্থাৎ আগামী ৩ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।মন্তব্য