kalerkantho


ডি-লিট ডিগ্রি অর্জন করায় প্রধানমন্ত্রীকে মমতার অভিনন্দন

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মে, ২০১৮ ০৯:২৯ডি-লিট ডিগ্রি অর্জন করায় প্রধানমন্ত্রীকে মমতার অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি অর্জন করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় কলকাতায় হোটেল তাজ বেঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মুখ্যমন্ত্রী তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পশ্চিমবঙ্গ সফর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান।

গত শুক্রবার শান্তিনিকেতনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তাদের আলোচনায় ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ এবং যোগাযোগসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় স্থান পায়।মন্তব্য