kalerkantho


শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   

২৪ মে, ২০১৮ ২২:০৯শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি ফাউন্ডেশনের ১১ সদস্যের প্রতিনিধি দল গতকাল বুধবার শিক্ষা (মাদরাসা ও কারিগরি) প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সাথে সাক্ষাৎ করেন।

এ সময় তারা ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ও প্রাথমিক শিক্ষকদের মধ্যে বেতন স্কেলের বৈষম্য দূর, ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুসহ সংগঠনের ছয় দফা দাবি বাস্তবায়ন নিয়ে কথা বলেন।

প্রতিমন্ত্রী উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। সংগঠনের সভাপতি মো. আ. ওহাব ও মহাসচিব মো. নূরুল হক এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মন্তব্য