kalerkantho


জাতীয় শিক্ষা সপ্তাহ

শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ সামসুল হক স্কুল অ্যান্ড কলেজ

নিজস্ব প্রতিবেদক   

১৭ মে, ২০১৮ ০৪:১৫শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ সামসুল হক স্কুল অ্যান্ড কলেজ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে ঢাকার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত অনুষ্ঠানে এই শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহবুবুর রহমান, মাউশি অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান প্রমুখ।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা স্কাউটেও প্রথম হওয়ায় আমরা খুবই খুশি। এটা আমাদের পরিশ্রমের ফসল। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির স্কাউট গ্রুপের ৪০ সদস্য বিশ্বের ৮টি দেশে বিভিন্ন স্কাউটিং প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। 

২০১৭ সালেও এই প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছিলো। প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের শারীরিক ও মানসিকভাবে গড়ে তোলার উদ্দেশ্যে ১৪ বছর ধরে নিয়মিতভাবে গ্রুপ ক্যাম্প প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।মন্তব্য