kalerkantho


সেমিনারে সংস্কৃতিমন্ত্রী

বাল্যবিয়ে ঠেকাতে মসজিদের ইমাম ভূমিকা রাখতে পারে

নিজস্ব প্রতিবেদক   

২৭ এপ্রিল, ২০১৮ ০৩:৩৬বাল্যবিয়ে ঠেকাতে মসজিদের ইমাম ভূমিকা রাখতে পারে

আসাদুজ্জামান নূর। ফাইল ছবি

বাল্যবিয়ে প্রতিরোধে মসজিদের ইমাম বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সরকারেরও বড় দায়িত্ব আছে বাল্যবিয়ে ঠেকাতে।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী আরো বলেন, ‘আমাদের দেশে শৈশব থেকেই ছেলে ও মেয়েশিশুদের মধ্যে অযাচিত দূরত্ব সৃষ্টি করার একটা প্রবণতা রয়েছে, যা বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে অন্তরায় হিসেবে কাজ করে।’ এ সময় বাল্যবিয়ে নিরোধ আইনের বিশেষ বিধান প্রসঙ্গে সভা-সেমিনার হলেও জোরালো কোনো কর্মসূচি দেখা যায়নি বলেও মন্তব্য করেন মন্ত্রী। 

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নাসরীন আহমাদ, পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম।

কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘দেশে টেকসই উন্নয়নে বাল্যবিয়ে অন্যতম অন্তরায়। বিশ্বে বাল্যবিয়েতে বাংলাদেশের অবস্থান চতুর্থ। যা অত্যন্ত উদ্বেগজনক। তবে পিকেএসএফ বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে এসব কার্যক্রমের ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে।’

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম বলেন, ‘বাংলাদেশে প্রায় ৫২ শতাংশ নারী বাল্যবিয়ের শিকার। যা সামাজিক বঞ্চনার নির্দেশক এবং উন্নয়নের অন্তরায়। পিকেএসএফ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে, যার মধ্যে অন্যতম লক্ষ্য হলো নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা নিশ্চিতকরণ।’ 

বাল্যবিয়ে নিরোধ আইনে বিশেষ ক্ষেত্রে ১৮ বছর বয়সের নিচে বিয়ের বৈধতা সম্পর্কিত বিশেষ বিধান প্রণয়নে নারীদের মতামত কতটুকু গ্রহণ করা হয়েছে সে বিষয়ে প্রশ্ন তোলেন প্রফেসর ড. নাসরীন আহমাদ। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বাল্যবিয়ের পক্ষে ও নারীদের জন্য অবমাননাকর মন্তব্য অহরহ করা হয় মন্তব্য করে তিনি বলেন, ‘এসব সত্ত্বেও সমাজের বিভিন্ন স্তরের মানুষ ক্রমান্বয়ে সচেতন হচ্ছে, যা আমাদের মনে আশার সঞ্চার করে।’

সেমিনারে বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বেসরকারি সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।মন্তব্য