kalerkantho


ইরানে সম্মেলন শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক    

২৬ এপ্রিল, ২০১৮ ০২:৫২ইরানে সম্মেলন শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ

ইরানে অনুষ্ঠিত ‘ষষ্ঠ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’-এ অংশগ্রহণ শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। 
 
আইএসপিআর জানায়, সফরকালে নৌবাহিনী প্রধান ওই সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া সেখানে তিনি ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ড. হোসেইন খানজান্দি এবং জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সহকারী প্রধান ভাইস অ্যাডমিরাল হিরোশি ইয়ামামুরার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং দ্বিপক্ষীয় সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 
 
নৌবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে ইরানসহ অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।  


মন্তব্য