kalerkantho


১৪তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ

কালের কণ্ঠ অনলাইন   

২৩ এপ্রিল, ২০১৮ ১৯:৫৬১৪তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়।

ফলাফলে দেখা গেছে, ১৪তম বেসরকরি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৯ হাজার ৮৬৩ জন উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৮৭৭ জন।

ফলাফল ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া প্রার্থীদের টেলিটক মোবাইল নম্বরে এমএমএসের মাধ্যমেও প্রার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ৮ ও ৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।মন্তব্য