kalerkantho


লন্ডনে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক

কালের কণ্ঠ অনলাইন   

২০ এপ্রিল, ২০১৮ ১৩:২৫লন্ডনে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক

ছবি কালের কণ্ঠ

বৃহস্পতিবার লন্ডনের ন্যানক্যাস্টার হাউজে কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পররাষ্ট্র সচিব শহীদুল হক এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও তাদের মাঝে আলোচনার বিস্তারিত জানাননি তিনি।

বৃহস্পতিবার লন্ডনের ন্যানক্যাস্টার হাউজে দুই নেতার বৈঠক হয়।

শহীদুল হক সাংবাদিকদের বলেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে বিভিন্ন ইস্যু ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলাপ হয়েছে। তবে রোহিঙ্গা সংকট নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে কি না জানতে চাওয়া হলে সরাসরি এর জবাব দেননি পররাষ্ট্র সচিব।

আগামী মে মাসের শেষে ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন হবে। ওই সময় বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে নরেন্দ্র মোদির যোগ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ভবন উদ্বোধন করতে শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।মন্তব্য