kalerkantho


দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টির সম্ভাবনা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ এপ্রিল, ২০১৮ ১২:০৫দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে অভ্যন্তরীণ নদীবন্দরের সমূহের কোনো সতর্কবার্তা নেই।

এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৭ মিনিটে।মন্তব্য