kalerkantho


জবিতে ভর্তি জালিয়াতির অভিযোগে দুই শিক্ষার্থী বহিস্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২২ মার্চ, ২০১৮ ২২:২৩জবিতে ভর্তি জালিয়াতির অভিযোগে দুই শিক্ষার্থী বহিস্কার

ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও ফার্মেসি বিভাগের দুইজন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রসাশন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে সরাসরি জড়িত প্রাথমিক সত্যতা পাওয়ায় সমাজকর্ম বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান (আইডি নং- ই১৫০৪০৩০৭০) এবং ফার্মেসি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব বিন বারী (আইডি নং- ই ১৩০৬০৬০২০)-কে সাময়িক বহিস্কার করা হয়েছে।

এমন পরিস্থিতে শৃঙ্খলা পরিপন্থী কাজ করার পরেও অভিযুক্ত শিক্ষার্থীদের কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তার পক্ষে লিখিত জবাব আগামী দশ কার্যদিবসের মধ্যে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।মন্তব্য