দেশের বিভিন্ন জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ৩০৮ শিক্ষকের চাকরি এমপিও প্রদাণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এক রায়ে এ নির্দেশ দেন। কলেজ পর্যায়ের ২৮৫ জন প্রভাষক ও স্কুল পর্যায়ের ২৩ জন সহকারি শিক্ষকের করা পৃথক তিনটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায় দেন।
আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
অ্যাডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়া জানান, রিট আবেদনকারীরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তারা দায়িত্ব পালনরত শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক-কর্মচারির বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে (এমপিও) দেওয়া হলেও রিট আবেদনকারীরা এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। একারণে তারা রিট আবেদন করেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের