kalerkantho


কাকন বিবিকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

সুনামগঞ্জ প্রতিনিধি   

২২ মার্চ, ২০১৮ ১৮:২৫কাকন বিবিকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

মহান মুক্তিযুদ্ধের অগ্নিকন্যা বীরপ্রতীক কাকন বিবিকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় রাষ্ট্রীয় মর্যাদায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জিরাগাঁও গ্রামে নিজ বাড়ির আঙিনায় তাঁকে দাফন করা হয়েছে।

এর আগে আজ বিকেলে সাড়ে তিনটায় দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে বীরাঙ্গনা কাকন বিবির জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই নারী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কাকন বিবি মুক্তিযোদ্ধাদের পক্ষে গুপ্তচরবৃত্তি করে হানাদারদের খবরাখবর সরবরাহ করতেন। এ কাজে ধরা পড়ে তাদের পৈশাচিক নির্যাচনের শিকার হন কাকন বিবি। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সাথে একাধিক সম্মুখ সমরে অংশ নিয়ে জীবন্ত কিংবদন্ততিতে পরিণত হন তিনি। তাকে বীর প্রতীক খেতাবে ঘোষণা দেওয়া হলেও এটি এখনও কার্যকর হয়নি।

জানাজায় অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা এই ঘোষণা কার্যকর করে তাকে বীর প্রতীক খেতাব কার্যকর করার দাবি জানান। মন্তব্য