kalerkantho


কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনা

নিহত পাইলট আবিদের স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৮ ১৪:৪৮নিহত পাইলট আবিদের স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি

ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম।

তিনি বলেন,  “আজকের পরিস্থিতি গত কয়েকদিনের তুলনায় খারাপের দিকে। বিশেষ করে ওনার কিডনি ফাংশন কিছুটা কমে আসছে। সেই সাথে অন্যান্য প্যারামিটারগুলোও খারাপের দিকে যাচ্ছে।”

অধ্যাপক বদরুল আরো বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, চিকিৎসা চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত তিনি ভেন্টিলেশন সাপোর্ট নিতে পারেন।”

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হলে ২৬ বাংলাদেশিসহ অর্ধশতাধিক নিহত হয়। ওই ফ্লাইটের প্রধান পাইলট ছিলেন আবিদ সুলতান। তিনি বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তাও। দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর খবরে আফসানা খানম ‘স্ট্রোক’ করলে গত রবিবার শেরেবাংলা নগরের ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মন্তব্য