kalerkantho


ইউএস-বাংলার বিমান দুর্ঘটনা

বাকি তিন বাংলাদেশির মরদেহ ঢাকায় আসতে পারে আজ

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৮ ১০:২৪বাকি তিন বাংলাদেশির মরদেহ ঢাকায় আসতে পারে আজ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত অবশিষ্ট তিন বাংলাদেশির মরদেহ আজ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আজ দুপুর দেড়টায় বাংলাদেশ বিমানের বিজি০৭২ ফ্লাইটে  ত্রিভুবন এয়ারপোর্ট থেকে তাদের মরদেহ ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে বলে জানা গেছে।

এর আগে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের মরদেহ গত সোমবার দেশে ফেরত এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানিয়েছেন, কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশি নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের পরিচয় শনাক্তের পর তাদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি শেষ হয়েছে।

তিনি জানান, নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ শনাক্তের কাজ সম্পন্ন হয়েছে। এখন আর তাদের দেশে ফেরত পাঠাতে কোনও বাধা নেই। এ ব্যাপারে ইউএস বাংলার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা লাশগুলো দেশে নেয়ার বিষয়ে কাজ করছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। এর মধ্যে ২৬ বাংলাদেশি নিহত হয়।মন্তব্য