kalerkantho


সপ্তাহের সফরে জাতিসংঘের বিশেষ দূত ঢাকায়

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৮ ১০:০৮সপ্তাহের সফরে জাতিসংঘের বিশেষ দূত ঢাকায়

এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের গণহত্যা বিষয়ক বিশেষ দূত আদামা দিয়েং। এর আগে গতকাল বুধবার রাতে ঢাকায় পৌঁছান আদামা দিয়েং। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন তিনি। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে ১১ মার্চ পর্যন্ত অবস্থান করবেন তিনি।

১১ মার্চ পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রাখাইনের গণহত্যা-বর্বরতার সাক্ষী বাস্তুচ্যুত মানুষের দুর্দশার কথা শুনবেন তিনি। নিউইয়র্কে ফিরে তিনি এ নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস কাছে রিপোর্ট করবেন। মিয়ানমার বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ এলে সাক্ষী হিসেবে এটি আমলে নেয়ার সুযোগ থাকবে বলে আশা করছে রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ।

 মন্তব্য