kalerkantho


নিরাপত্তা শঙ্কা বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার থানায় ডায়েরি

নিজস্ব প্রতিবেদক   

৮ মার্চ, ২০১৮ ০২:১২নিরাপত্তা শঙ্কা বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার থানায় ডায়েরি

বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানা নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বুধবার সকালে বাসা থেকে গাড়িতে ওঠার সময় চাকা খুলে গেলে নিরাপত্তা ঝুঁকি বোধ করায় বিমানবন্দর থানায় তিনি ডায়েরিটি করেন।

রাশিদা সুলতানা বলেন, ‘বুধবার সকালে বিমানবন্দরে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হই। এ সময় আমার ড্রাইভার গাড়িটি ঘুরিয়ে আমার সামনে আনতে গেলে একটি চাকা খুলে যায়। এতে আমার মনে হচ্ছে, কোনো কুচক্রী মহল আমার ক্ষতির জন্য এমনটা করতে পারে।’

কারা করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগে আমাকে মোবাইলে হুমকি দেওয়া হতো। কিন্তু তাতে আমি কর্ণপাত করিনি। কিন্তু এ ঘটনার পর আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কা বোধ করায় থানায় জিডি করেছি। আমার গাড়ি ও ড্রাইভারকেও পরিবর্তন করা হয়েছে।’

বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।মন্তব্য