kalerkantho


রংপুরের সাবেক মেয়র ঝন্টুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

কালের কণ্ঠ অনলাইন   

২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:১৮রংপুরের সাবেক মেয়র ঝন্টুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি তার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি রংপুর নগরীর উন্নয়নে ঝন্টুর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তার মৃত্যু রংপুর তথা সারাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সাবেক সংসদ সদস্য ও রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ঝন্টু আজ বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

গত ৪ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।মন্তব্য