kalerkantho


ইউএন মাল্টিস্টেকহোল্ডার ও পার্লামেন্টারি হেয়ারিং এ বাংলাদেশের অংশগ্রহণ

কালের কণ্ঠ অনলাইন   

২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:৪৮ইউএন মাল্টিস্টেকহোল্ডার ও পার্লামেন্টারি হেয়ারিং এ বাংলাদেশের অংশগ্রহণ

আইপিইউ এবং জাতিসংঘের উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠেয় ইউএন মাল্টিস্টেকহোল্ডার হিয়ারিং এবং পার্লামেন্টারি হেয়ারিং এট দি ইউনাইটেড নেশনস এ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি এর নেতৃত্বে আট সদস্যের বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দল যোগদান করেছে।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স এমপি, ফখরুল ইমাম এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি এবং মো. আয়েন উদ্দিন এমপি অংশগ্রহণ করেছেন। এ ছাড়াও প্রতিনিধি দলে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও যুগ্ম সচিব নীতিশ চন্দ্র সরকার অংশগ্রহণ করেন।

নিউইয়র্কে ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এ শুনানীতে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের প্রধান মুহাম্মদ ফারুক খান এমপি বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা ইসুতে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং তাদের নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ ছাড়াও তিনি রোহিঙ্গা সংকটকে একটি মানবিক ইস্যু হিসেবে আখ্যায়িত করেন। প্রতিনিধি দল আগামীকাল ২৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।মন্তব্য