kalerkantho


জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে : চরমোনাই পীর

কালের কণ্ঠ অনলাইন   

২০ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:৩২জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে : চরমোনাই পীর

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার বিশাল ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ মঙ্গলবার বিকেলে বরিশালের চরমোনাইতে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। পরে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ কাইয়ুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

চরমোনাই পীর বলেন, দেশের মানুষ শান্তি ও মুক্তি চায়। ঈমান ও আমলের নিরাপত্তা চায়। বাঁচার মতো বাঁচতে চায়। আর বর্তমান শাসনব্যবস্থা মানুষের চাহিদা পূরণে ও শান্তি দিতে ব্যর্থ হয়েছে। বর্তমান দূরাবস্থা থেকে মুক্তি পেতে সবাইকে ইসলামের পথে ফিরে আসতে হবে বলে উল্লেখ করেন তিনি।মন্তব্য