kalerkantho


১০ কোটি বস্তা সরবরাহে কোল্ড স্টোরেজের সাথে বিজেএমসির চুক্তি

নিজস্ব প্রতিবেদক   

১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ২১:৩৫১০ কোটি বস্তা সরবরাহে কোল্ড স্টোরেজের সাথে বিজেএমসির চুক্তি

প্রতীকী ছবি

৪৪৫ কোটি টাকার সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন (বিসিএসএ)।

হিমাগারে কৃষকদের আলু সংরক্ষণের জন্য ৫০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন ১০ কোটি ৬০ লক্ষ পিস পাটের ব্যাগ সরবরাহের বিষয়ে বিসিএসএ ও বিজেএমসি এর মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন (বিসিএসএ) এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিসিএসএ এর ১ম ভাইস প্রেসিডেন্ট কামরুল হোসাইন গোর্কী। অপরদিকে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিজেএমসি’র সচিব মো: সালেহ উদ্দিন। 

এ সময় অন্যান্যদের মধ্যে বিজেএমসির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আশ্রাফ আলী, হুসনুল মাহমুদসহ বিজেমেসি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।মন্তব্য