kalerkantho


আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:৫৫আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ইতালি সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন। আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ রবিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে এলে তাতে অধিকাংশ সময়জুড়ে থাকে দেশের রাজনৈতিক বিষয়াদি। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার দণ্ডের পর শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনেও বিষয়টি যে আলোচনায় উঠেবে বলে ধারণা করা যায়।

আরো পড়ুন: চা উৎপাদনে গবেষণার দিকে নজর দিতে হবে : প্রধানমন্ত্রী

উল্লেখ্য, জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ এবং ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর শেষে গতকাল শনিবার রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন: সরকার সুষম খাদ্যের যোগান নিশ্চিত করতে কাজ করছে : প্রধানমন্ত্রীমন্তব্য