kalerkantho


জাতীয় সংসদেও বসন্তের হাওয়া

নিজস্ব প্রতিবেদক   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:১৬জাতীয় সংসদেও বসন্তের হাওয়া

ঋতুরাজ বসন্তের প্রথম দিনে জাতীয় সংসদেও বয়ে গেছে বসন্তের হাওয়া। বসন্ত উৎসবের চেতনা ধারণ করে সংসদ সদস্যদের অনেকে বাসন্তী রঙের পোশাক পরে অধিবেশনে যোগ দেন। গতকাল মঙ্গলবার বিকেলে অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বাসন্তী শাড়ি পরে অধিবেশন পরিচালনা করতে দেখা যায়। আর রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে অনেকে বাসন্ত শুভেচ্ছা জানিয়েছেন।

সংসদ অধিবেশনে বাসন্তী রঙের পাঞ্জাবি পরে অংশ নিতে দেখা যায়, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি, ফজিলাতুন নেসা বাপ্পি, নাসিমা ফেরদৌস, জাতীয় পার্টির রওশন আরা মান্নানসহ অনেকেই। নারী সংসদ সদস্যদের দল বেঁধে সেলফি তুলতেও দেখা গেছে। এ ছাড়া সংসদের অনেক কর্মকর্তাকেও বাসন্তী রঙের শাড়ি, পাঞ্জাবি, টি শার্ট পরে অফিস করতে দেখা গেছে।মন্তব্য