kalerkantho


নদী অববাহিকায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে

কালের কণ্ঠ অনলাইন   

৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:৪৯নদী অববাহিকায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে

দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এতে আরো বলা হয়, আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৪ মিনিটে।মন্তব্য