kalerkantho


রেডিও ক্যাপিটাল এফএমের শীতবস্ত্র বিতরণ

কালের কণ্ঠ অনলাইন   

২৯ জানুয়ারি, ২০১৮ ১৮:৪৭রেডিও ক্যাপিটাল এফএমের শীতবস্ত্র বিতরণ

আজ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শীতার্ত মানুষের মাঝে প্রায় দুই হাজার শীতবস্ত্র বিতরণ করে ক্যাপিটাল এফএম ৯৪.৮ ।

এসময় উপস্থিত ছিলেন ক্যাপিটাল এফ এম ৯৪.৮ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মেহেদী মালেক সজীব , ক্যাপিটালের এর নতুন আয়োজন "ভালোবাসা উইথ গুরু এহতেশাম" এর লাভগুরু খ্যাত এহতেশাম, ক্লেমন ফ্রেশ ড্রিংক এর সিনিয়র এক্সিকিউটিভ (ব্রান্ড) আবদুল আজিজ , শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্লা, পি আই ইউসুফ আলী চৌধুরী পিপিএম। 

ক্যাপিটাল এফ এম এর পক্ষ থেকে এ সময় আরও উপস্থিত ছিলেন  মোঃ আশফাক হাসান, নাফিজ রেদওয়ান শান্ত, মাহমুদা নাহিদ। 

অনুষ্ঠানে  ক্যাপিটাল এফ এম ৯৪.৮ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মেহেদী মালেক সজীব বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তাঁর সকল কর্মীকে আর্তমানবতার সেবায় কাজ করার জন্য নির্দেশনা এবং কর্ম পরিকল্পনা দিয়েছেন । তার নির্দেশিত পথেই ক্যাপিটাল এফএম আজ শীতবস্ত্র বিতরণ করছে, আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে। মন্তব্য