kalerkantho


জাতীয় প্রশিক্ষণ দিবস কাল

কালের কণ্ঠ অনলাইন   

২২ জানুয়ারি, ২০১৮ ১৭:২৪জাতীয় প্রশিক্ষণ দিবস কাল

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আগামীকাল মঙ্গলবার ২২তম জাতীয় প্রশিক্ষণ দিবস পালিত হবে।

এ উপলক্ষে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দক্ষতা উন্নয়ন, জ্ঞানকে হালনাগাদকরণ, অভিজ্ঞতা অর্জন ও বিনিময় এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনে নিবিড় প্রশিক্ষণ ইতিবাচক অবদান রাখে। 

অপরদিকে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসকে সেবাধর্মী, উন্নয়নবান্ধব ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশে-বিদেশে প্রশিক্ষণের পরিসর বাড়ানোসহ নানারকম সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।মন্তব্য