kalerkantho


১৯ জানুয়ারি থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জানুয়ারি, ২০১৮ ২১:১১১৯ জানুয়ারি থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু

বাংলাদেশের আকাশে আজ ১৪৩৯ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায় নি। ফলে আগামীকাল ১৮ জানুয়ারি পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। এ প্রেক্ষিতে আগামী ১৯ জানুয়ারি থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে। 

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রনালয়য়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রনালয়ের উপ-সচিব এস. এম. মাহফুজুল হক, মন্ত্রি পরিষদ বিভাগের উপ-সচিব মোঃ শাফায়াত মাহবুব চৌধুরী, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অর্থ) মোঃ ইউসুফ আলী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মন্তব্য