kalerkantho


ডিএনসিসিতে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি : হাছান মাহমুদ

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জানুয়ারি, ২০১৮ ১৬:১৮ডিএনসিসিতে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি : হাছান মাহমুদ

ফাইল ছবি

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পক্ষ থেকে ডিএনসিসিতে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার পরিবার আপাদমস্তক দুর্নীতিবাজ। তেমনি তিনি নিজের মতই এক দুর্নীতিবাজ পরিবারের সদস্যকে বেছে নিয়েছেন সিটি নির্বাচনে প্রার্থী হিসেবে। শুধু তাবিদ আউয়ালের নাম নয় তার বাবা-মায়েরও নাম এসেছে পানামা পেপারসে। তারা বাংলাদেশ থেকে অর্থপাচারকারী।

আরো পড়ুন: বিএনপির গাড়ী বহরে হামলার ঘটনা তাদের সাজানো নাটক : হাছান মাহমুদ

আজ মঙ্গলবার দুপুরের ঢাকা রিপোর্টার্স ইউনিটিরস্বাধীনতা হলে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্ব ৯ বছরে বাংলাদেশ বদলে গেছে। বাংলাদেশ এখন ৩৮তম অর্থনীতির দেশ। সারা বিশ্ব বদলে যাওয়া বাংলাদেশের প্রশংসা করলেও শুধু বিএনপি প্রশংসা করতে পারছে না।

আরো পড়ুন: 'কারো সুবিধার্থে দেশের সংবিধান সংশোধিত হতে পারে না'

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল।মন্তব্য