kalerkantho


অষ্টম দিনের মতো মাদরাসা শিক্ষকদের অনশন চলছে

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জানুয়ারি, ২০১৮ ১২:০২অষ্টম দিনের মতো মাদরাসা শিক্ষকদের অনশন চলছে

তীব্র শীতকে উপেক্ষা করে এমপিওভুক্তির দাবিতে অষ্টম দিনের মত অনশন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণে দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারী রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন সাংবাদিকদের জানান, আজ ১৬ দিন হলো আমরা রাস্তায় পড়ে আছি। একে একে সবাই অসুস্থ হয়ে পড়ছেন। অনেকেই হাসপাতালে ভর্তি। সরকার কি আমাদের দেখছে না।

আমির হোসেন নামে এক শিক্ষক বলেন, বেতন-ভাতা না পেয়ে ইবতেদায়ি শিক্ষকেরা মানবেতর জীবনযাপন করছেন। বেতনহীন চাকরিতে জীবন চালাতে হিমশিম খাচ্ছি আমরা। বাধ্য হয়ে দাবি আদায়ে মাঠে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে। এই শীতে মরে যাবো তবুও রাজপথ ছাড়বো না।

প্রথমে গত ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এতে সরকারের কাছ থেকে সাড়া না পেয়ে ৯ জানুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেন।মন্তব্য