kalerkantho


বেসিক ব্যাংকে দুর্নীতি

সাবেক দুই কর্মকর্তার সম্পদের তথ্য অনুসন্ধান করতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক   

১১ জানুয়ারি, ২০১৮ ০৫:১০সাবেক দুই কর্মকর্তার সম্পদের তথ্য অনুসন্ধান করতে চান হাইকোর্ট

বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহানের সম্পদের তথ্য অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে একটি মামলায় ফজলুস সোবহানকে জামিন দিয়েছেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। ফজলুস সোবহানের জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত উল্লেখিত আদেশ দেন। ফজলুস সোবহানের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও সৈয়দ মামুন মাহবুব। 

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে রাজধানীর মতিঝিল, গুলশান ও পল্টন থানায় দায়ের করা ৫৬টি মামলার মধ্যে কাজী ফখরুল ইসলাম ৪৮টি এবং ফজলুস সোবহান ৪৭টি মামলায় আসামি। এই ৫৬টি মামলায় ব্যাংকটির ২৬ জন কর্মকর্তাসহ আসামির সংখ্যা একশ ৫৬ জন। 

 মন্তব্য