kalerkantho


মন্ত্রীর পিএসসহ ধর্ম মন্ত্রণালয়ের ৪ কর্মকর্তাকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক   

১০ জানুয়ারি, ২০১৮ ০১:৩০মন্ত্রীর পিএসসহ ধর্ম মন্ত্রণালয়ের ৪ কর্মকর্তাকে দুদকে তলব

হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে ধর্ম মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে তলব করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। আজ বুধবার সকালে তাঁদের দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ধর্মমন্ত্রীর একান্ত সচিব (পিএস) ড. আবুল কালাম আজাদসহ এপিএস ও ব্যক্তিগত কর্মকর্তা।

সূত্র জানায়, হজ ব্যবস্থাপনায় ১৮টি হজ এজেন্সির অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দুদক অনুসন্ধান করছে। পুরাতন অভিযোগের পাশাপাশি ২০১৬ সালে ২২৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আসে মন্ত্রণালয়ে। অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমানকে। তিনি গত ২৭ ডিসেম্বর পল্টনে হজ এজেন্সির একাধিক কার্যালয়ে অভিযান চালান। দুদকের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়।

এসব এজেন্সির অনিয়ম ও দুর্নীতিতে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট কি না তা যাচাইয়ে দুদক চার কর্মকর্তাকে ডেকেছে। অনুসন্ধানের প্রয়োজনে আরো কয়েকজন কর্মকর্তাকে তলব করা হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।মন্তব্য