kalerkantho


বিটিভিকে দ্রুত ডিজিটালাইজড করতে হবে : তারানা হালিম

কালের কণ্ঠ অনলাইন   

৮ জানুয়ারি, ২০১৮ ১৮:৪৬বিটিভিকে দ্রুত ডিজিটালাইজড করতে হবে : তারানা হালিম

বাংলাদেশ টেলিভিশনের মানোন্নয়নে বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় তিনি জানান, বিটিভির মানোন্নয়নে সব কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে সবসময় প্রস্তত। 

এ ছাড়াও বিটিভিকে দ্রুত ডিজিটালাইজড করার বিষয়ে জোর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। 

আজ সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে তারানা হালিম তাঁর দফতরে বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, ‘বর্তমান সরকার দেশ ও মানুষের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে। জনকল্যাণ, সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি সরকারের উন্নয়ন কাজগুলো বিটিভিকে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে জনগণ এ উন্নয়নের সুফল সম্পর্কে সচেতন হয়।’ মন্তব্য