kalerkantho


নতুন মন্ত্রণালয়ে চ্যালেঞ্জিং কাজ করতে চাই : তারানা হালিম

কালের কণ্ঠ অনলাইন   

৭ জানুয়ারি, ২০১৮ ১৩:০২নতুন মন্ত্রণালয়ে চ্যালেঞ্জিং কাজ করতে চাই : তারানা হালিম

ফাইল ছবি

নতুন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে আমি বরাবরই ছিলাম সোচ্চার। সব ধরনের বাধা উপেক্ষা করে আমাদের উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া। আমি নতুন মন্ত্রণালয়ে চ্যালেঞ্জিং কাজ করতে চাই।

আরো পড়ুন: নতুন দপ্তরে যোগ দিলেন তারানা হালিম

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় পিআইডির সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টায় সচিবালয়ে নতুন দপ্তরে যোগ দেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কুশলবিনিময় করে একটি সভায় অংশ নেন তিনি।

আরো পড়ুন: আজ নতুন দপ্তরে যাবেন তারানা হালিম

গত মঙ্গলবার মন্ত্রিসভায় নতুন চারজনের শপথ নেওয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য প্রতিমন্ত্রী করা হয় তারানা হালিমকে।

অভিনেত্রী-সংস্কৃতিকর্মী তারানা প্রায় তিন বছর আগে ডাক ও টেলিযোগাযোগে যোগ দেওয়ার পর ওই মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী ছিল না। এখন তার তথ্য মন্ত্রণালয়ে মন্ত্রী আছেন হাসানুল হক ইনু।

মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর রদবদলের পর গত বৃহস্পতিবার কয়েকজন নতুন দপ্তরে যোগ দিয়েছেন, তবে তারানা হালিম অফিস করেননি।মন্তব্য