kalerkantho


সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহতের সংখ্যা বেড়ে ৯

কালের কণ্ঠ অনলাইন   

৭ জানুয়ারি, ২০১৮ ০৯:১৮সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহতের সংখ্যা বেড়ে ৯

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন বাংলাদেশি। গতকাল শনিবার কর্মস্থলে যাওয়ার পথে জিজান নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম জানায়, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাত বাংলাদেশি নিহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে আরো দুজন মারা যান।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন সিরাজগঞ্জের দুলাল, কিশোরগঞ্জের জসিম, টাঙ্গাইলের সাইফুর রহমান, নরসিংদীর আলমগীর হোসেন ও মো. ইদন এবং নারায়গঞ্জের মতিউর রহমান।মন্তব্য