kalerkantho


নতুন বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

কালের কণ্ঠ অনলাইন   

৬ জানুয়ারি, ২০১৮ ১৯:২৩নতুন বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

আগামীকাল রবিবার নতুন বছরে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। বিকাল ৪টায় শুরু হতে যাওয়া উনবিংশতম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণের পর সংসদ অধিবেশন মুলতবি করা হবে। এরপর অধিবেশন শুরু হলে প্রধান হুইপ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনবেন। পরে সংসদ সদস্যরা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন।

জানা গেছে, প্রতিবারের মত এবারও মন্ত্রিসভার ঠিক করে দেওয়া ভাষণের সংক্ষিপ্তসার পড়বেন রাষ্ট্রপতি। এই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে তিনি নতুন বছরের শুরুর অধিবেশনে শেষ ভাষণ দেবেন।মন্তব্য