kalerkantho


শিক্ষকদের অামরণ অনশনের পঞ্চম দিন, অসুস্থ ৯০

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ১৫:৩৩শিক্ষকদের অামরণ অনশনের পঞ্চম দিন, অসুস্থ ৯০

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন অব্যাহত রেখেছেন শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় ৯০ জন শিক্ষক অসুস্থ হওয়ার খবর পাওয়া  গেছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের আয়োজনে এই আমরণ অনশন কর্মসূচি চলছে।

টানা পাঁচ দিন অবস্থান কর্মসূচির পর সরকার দাবি না মানায় শেষ পর্যন্ত গত ৩১ ডিসেম্বর থেকে শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। 

শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতা রাশিদুল ইসলাম রাশেদ সাংবাদিকদের বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। অনশন কর্মসূচি পালন করতে গিয়ে এখন ৯০ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন।

অনশন চলাকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসে তাদের দাবির মানার আশ্বাস দিয়েছেন। তবে সেই আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা। সরকার তাদের দাবি মেনে নিলেই কেবল তারা অনশন ভঙ্গ করবেন বলে জানিয়েছেন তারা।মন্তব্য