kalerkantho


২০ তলা ভবন নির্মাণের পরিকল্পনা

সাময়িকভাবে স্থানান্তরের জন্য জায়গা খুঁজছে পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক   

২ জানুয়ারি, ২০১৮ ০২:৫৮সাময়িকভাবে স্থানান্তরের জন্য জায়গা খুঁজছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকায় সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনগুলো ভেঙে ২০ তলা নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করছে সরকার। নতুন ভবন নির্মাণের বিভিন্ন দিক খতিয়ে দেখতে আজ মঙ্গলবার মন্ত্রণায়ের সম্মেলনকক্ষে স্ক্রুটিনি কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন ভবন নির্মাণকালীন সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তার কার্যক্রম পরিচালনার জন্য অন্যত্র ভবন খুঁজছে।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো ভবনটি ভাঙা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। গত আগস্ট মাসে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ৯৩টি ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো ভবন (পুরনো কমিশনার বিল্ডিং) সেগুলোর অন্যতম।মন্তব্য