kalerkantho


কর্মকর্তাদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান আইনমন্ত্রীর

কালের কণ্ঠ অনলাইন   

১ জানুয়ারি, ২০১৮ ২২:৫৩কর্মকর্তাদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান আইনমন্ত্রীর

বছরের শুরুতে কর্মকর্তাদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, সবার আগে ন্যায় বিচার নিশ্চিতকরণের পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, নতুন বছরের প্রথম অঙ্গীকার হবে সকলের জন্য স্বল্প ব্যয়ে ও দ্রুততম সময়ে ন্যায় বিচার নিশ্চিত করা।

অপরদিকে মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক এবং আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক নিজ-নিজ বিভাগের পক্ষ থেকে মন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

এ সময় মন্ত্রণালয়ের উভয় বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্তব্য