kalerkantho


'বাংলাদেশ-ভারত মধ্যকার বন্ধুত্ব যেকোনো সময়ের চেয়ে উন্নত'

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৭ ২১:৫৪'বাংলাদেশ-ভারত মধ্যকার বন্ধুত্ব যেকোনো সময়ের চেয়ে উন্নত'

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে উন্নত। এ সম্পর্ক দিন দিন আরও উন্নত হচ্ছে। আজ শনিবার ভারতের আগরতলায় যাওয়ার আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বিজিবি কোম্পানি সদর দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, তার বাবা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের মন্ত্রী থাকাকালে আগরতলায় ছিলেন। বাবার মুখ থেকে মুক্তিযুদ্ধের সময় আগরতলার মানুষের অকৃত্রিম সহযোগিতার কথা শুনেছেন। বিজয়ের দীর্ঘ সময় পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিবিজড়িত বন্ধু রাজ্য ত্রিপুরায় তিনি প্রথমবারের মতো যাচ্ছেন।

এ সময় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের সংকট বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, রবিবার দেশে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন। এই বিষয়ে খোঁজ নেবেন। সংকট থাকলে সেগুলো দূর করা হবে।মন্তব্য