kalerkantho


মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে সংসদ উপনেতার শোক

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৭ ১০:৫৭মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে সংসদ উপনেতার শোক

ফাইল ছবি

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

আজ শুক্রবার সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ শোক জানান তিনি। 

শোকবার্তায় তিনি বলেন, চট্টল বীর এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন একজন ত্যাগী এবং জনমানুষের নেতা। তিনি আজীবন গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যু আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

তার মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নামে চট্টগ্রামে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তার বাসার সামনে ভিড় করেন। প্রিয় নেতাকে হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।মন্তব্য