kalerkantho


জানুয়ারিতে বিদ্যুৎ বিল বাড়লে তীব্র আন্দোলন : সিপিবি

কালের কণ্ঠ অনলাইন   

১২ ডিসেম্বর, ২০১৭ ১৭:০৯জানুয়ারিতে বিদ্যুৎ বিল বাড়লে তীব্র আন্দোলন : সিপিবি

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, জানুয়ারিতে বিদ্যুৎ বিল এক পয়সা বাড়লেই বৃহত্তর কর্মসূচির মাধ্যমে এই সিদ্ধান্তের জবাব দেওয়া হবে। আপনারা যদি রাজি না হন তাহলে তীব্র আন্দোলন ছাড়া আমাদের কোন পথ থাকবে না।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গণতান্ত্রিক বামমোর্চা আয়োজিত এক সমাবেশ থেকে তিনি সরকারকে এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘সরকার ইতিমধ্যে আট বার বিদ্যুতের মূল্য বাড়িয়েছে। বিদ্যুতের দাম বাড়ার সাথে অন্যান্য জিনিসের দামও বেড়ে যায়। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে দিলে তারা পরবর্তীতে ১৬ বার বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনগণকে করুন দুর্দশায় ফেলবে।‌

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিবি-বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, নারী নেত্রী মোশরেফা মিশু প্রমুখ।মন্তব্য