kalerkantho


দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আজও

কালের কণ্ঠ অনলাইন   

১১ ডিসেম্বর, ২০১৭ ০৯:২১দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আজও

আজ সোমবারও দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। আবহওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশে অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ রুপে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।মন্তব্য