kalerkantho


নগরজুড়ে সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব আয়োজনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক   

৭ ডিসেম্বর, ২০১৭ ০৬:০৫নগরজুড়ে সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব আয়োজনের প্রস্তুতি

প্রতি বছরের ন্যায় এবারও সম্মিলিত সাংস্কৃতিক জোট ঢাকা মহানগরজুড়ে বিজয় উৎসবের কর্মসূচি গ্রহণ করেছে।

উৎসব সফল করার জন্য জেটের সভাপতি গোলাম কুদ্দুছ-কে আহ্বায়ক, সহ-সভাপতি ড. মুহাম্মদ সামাদ ও ঝুনা চৌধুরীকে যুগ্ম-আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক হাসান আরিফকে প্রধান সমন্বয়কারী ও সহ-সাধারণ সম্পাদক আহকাম উল্লাহকে যুগ্ম-সমন্বয়কারী করে ১০১ সদস্যের বিজয় উৎসব উদযাপন কমিটি গঠিত হয়েছে। একই সঙ্গে ১৩টি উপ-কমিটিও গঠন করা হয়েছে।

গতকাল বুধবার জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় এই কমিটিগুলো গঠন করা হয়।

আগামী ১৩ ডিসেম্বর বিকাল ৪.৩০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় উত্সবের উদ্বোধন হবে। ১৪ ডিসেম্বর থেকে একযোগে কেন্দ্রীয় শহীদ মিনার, ধানমণ্ডি রবীন্দ্র সরোবর মঞ্চ, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ, মিরপুর, দনিয়া, উত্তরা, সদরঘাট-বাহাদুরশাহ পার্কে বিজয় উৎসবের অনুষ্ঠান আয়োজন করা হবে।

১৬ই ডিসেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় শোভাযাত্রা বের হবে।মন্তব্য